১৪ ডিসেম্বর

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সাদেক আহমেদ
জ্ঞানের আলোর প্রদীপ শিখা ছিল যাদের হাতে, পাকবাহিনী মারলো তাদের চৌদ্দ ডিসেম্বর রাতে। বন্ধু স্বজন প্রতিবেশী ভাসলো চোখের জলে, স্ত্রী হারালো প্রিয় স্বামী মা হারালো ছেলে। স্বাধীন দেশে করছি বাস আমরা সবাই খুশি, যুদ্ধ জয়ে তাদের দান আছে অনেক বেশি। শ্বেত পাথরে লেখা আছে বুদ্ধিজীবীর নাম, মুখে মুখে বলি কেবল দেই না কী সঠিক দাম।