ডিসেম্বরের ষোলো

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শামীম খান যুবরাজ
আমরা ছিলাম খুব পরাধীন একাত্তরের আগে, শেখ মুজিবের ডাক শুনে ভাই বীর জনতা জাগে। বীরের বেশে যুদ্ধ শেষে সুখের সেদিন এলো, লাল সবুজের টগবগানো ঝান্ডা হাতে পেল। সেদিন ছিল ষোলো তারিখ ডিসেম্বরের ষোলো, স্বাধীন স্বদেশ বাসতে ভালো মনের দুয়ার খোলো। ভালোবেসে গড়তে হবে পড়তে হবে আরও- আসবে সুদিন স্বপ্ন রঙিন দুঃখ রবে না কারও।