বিজয় এলে

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সুফিয়ান আহমদ চৌধুরী
বিজয় এলে পাখির গানে জুড়ে যায় প্রাণ বিজয় এলে ফুলের গাছে কী যে আহা ঘ্রাণ। বিজয় এলে কিষাণ হাসে জয় বাংলা মুখে বিজয় এলে দুঃখটা ভুলে রয় গাঁয়ে সুখে। বিজয় এলে বিজয় মেলা নাচ গান হয় বিজয় এলে অথই খুশি দেশ জুড়ে বয়। বিজয় এলে গাঁয়ের মাঠে জমে বেশ খেলা বিজয় এলে স্বর্ণালি বেশ যায় কেটে বেলা।