বিজয় দিবস

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

জহির টিয়া
খুব সকালে খালি পায়ে খোকাখুকি ছোটে লাল-সবুজের পোশাক পরে বিজয়ের গান ঠোঁটে। হাতে হাতে বিজয় নিশান পত পত করে ওড়ে পুব আকাশে রবির কিরণ ছড়ায় বাংলাজুড়ে। চারদিক হতে বিজয় ধ্বনি আসছে ভেসে ভেসে শর্ষে ফুলে মৌমাছিরা খেলে হেসে হেসে। ফুল পাখিদের গানের আসর চলছে আপন নীড়ে এত কিছু হচ্ছে শুধুই বিজয় দিবস ঘিরে।