বিজয় মালা

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

কাব্য কবির
ফুল বাগানে পাখি নাচে \হবিজয় মালা পেয়ে, মিষ্টি সুরে যায় যে পাখি \হছড়া ও গান গেয়ে। বিজয় মালা পেয়ে চাঁদে \হনীল আকাশে হাসে, রাতের বেলা চাঁদের হাসি \হদেখতে পরী আসে। বিজয় মালা পেয়ে রাখাল \হবাজায় মোহন বাঁশি, বাঁশির সুরে খুশির বৃষ্টি \হঝরে রাশি রাশি। বিজয় মালা পেয়ে খোকা \হচিঠি লিখে খামে, সেই চিঠি পাঠিয়ে দেয় \হদামাল ছেলের নামে।