জয়ের নিশান

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

রাখাল সুজন
একটা জয়ের গল্প শোনো রূপকথার, এই গল্প না, কষ্ট কত করছে মানুষ যায় না করা কল্পনা! পাক বাহিনী গভীর রাতে আগুন দিত ঘরবাড়ি, ভিটামাটি ছাইড়া মানুষ জায়গা নিতো পর, বাড়ি। লুট করে সব, নিতো ওরা, কষ্টে মানুষ কাতরাতো। কাঁদতো শিশু খাবার খেতে মেলেনি ভাত সাতরাত-ও। মরবে, তবু মানবে না হার প্রত্যাশা, রাগ খুব মনে, এক সাগর ওই রক্ত দিয়ে উড়লো নিশান পুব বনে?