বিজয়

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শাহীন খান
বিজয় আমার মায়ের আদর শীত কালেতে গরম চাদর জায়নামাজের ভূমি, রাখাল রাজার বাঁশি সে যে শান্তি সুখের রাশি সে যে ফুল ফোটা মৌসুমি। বিজয় আমার কাব্য ছড়া রোদ ঝলমল বসুন্ধরা চাঁদের নিটোল হাসি, স্বপ্ন সে তো শহীদ ভাইয়ের উপমা কোথায় বলো পাই এর? ছন্দে ঠাসাঠাসি। বিজয় হলো লাখো জনতার এবং প্রীতি মায়া মমতার বাবার স্নেহ, শাসন, সোনার বাংলার চোখের মণি আশা ভাষা বুকের ধ্বনি বঙ্গবন্ধুর ভাষণ।