প্রাণিজগতের রেকর্ডধারীদের কথা

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
প্রাণিজগতের বৈচিত্র্য নিয়ে ভাবলে অবাক হতে হয়। কেউ খুব ছোট, কেউ খুব বড়। প্রাণীদের চলন-বলনেও কত বৈচিত্র্য! কেউ দৌড়ায় ঝড়ের বেগে, কেউ লাফিয়ে চলে, কারও আবার বিচরণ আকাশের কাছাকাছি। প্রংহর্ন (গতির সঙ্গে কষ্টসহিষ্ণুতা)-'প্রংহর্ন' অন্য হরিণদের মতোই ক্ষিপ্রগতির হলেও এক জায়গায় পৃথিবীর বাকি প্রাণীদের চেয়ে এগিয়ে। কিছু প্রাণী শুরুতে খুব দ্রম্নত ছুটতে পারলেও কিছুক্ষণের মধ্যে ক্লান্ত হয়ে পড়ে, ফলে গতিও কমে আসে দ্রম্নত। প্রংহর্ন সেরকম নয়। পাঁচ কিলোমিটার পর্যন্ত অনায়াসে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। ফলে চিতা বাঘ, সিংহ বা অন্য যে কোনো প্রাণীই শিকার করতে আসুক, শুরুর ঝড়টা সামলে নিলে প্রংহর্নকে আর কে পায়!