ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
অমর ২১ গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশিত হয়েছে ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরানের 'ছড়াগ্রন্থ ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু।' লেখকের বইটিতে স্থান পেয়েছে ছোট-বড় মোট ৫২টি ছড়া। প্রতিটি ছড়াতেই লেখক ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অসাধারণ শব্দচয়ন, ছন্দ, মাত্রা, অন্ত্যমিল। সেই সঙ্গে প্রতি পৃষ্ঠায় রয়েছে শিল্পীর আঁকা বিষয়ভিত্তিক ছবি। এতগুলো চমৎকার ছড়া নিয়ে স্বল্পপরিসরে আলোচনা করা সম্ভব নয়। তবুও লেখকের অন্তত একটি কাজের প্রশংসা না করে পারছি না। সেটি হলো, 'বঙ্গবন্ধুর বংশপরিচয়' শিরোনামের ছড়া। দুই পৃষ্ঠার দীর্ঘ একটি ছড়ায় অপূর্ব ছন্দ, মাত্রা, অন্ত্যমিলে ছড়াকার উপস্থাপন করেছেন বঙ্গবন্ধুর বংশপরিচয়। বঙ্গবন্ধুকে নিয়ে অতীতে অনেক লেখক অনেক ছড়াকবিতা লিখেছেন। আমার মনে হচ্ছে, ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরান এই প্রথম ছন্দতালে নিখুঁতভাবে বঙ্গবন্ধুর বংশপরিচয়টি উপস্থাপন করেছেন। আমার দৃষ্টিতে এটি লেখকের অসাধারণ একটি সৃষ্টি। একজন ভালো লেখক হতে হলে পড়াশোনার যে বিকল্প নেই। লেখক সেই প্রমাণ রেখেছেন তার এই ছড়াটিতে। আমার বিশ্বাস এই বইয়ের সব ছড়াই পাঠকের কাছে ভালো লাগবে। বইটি পাঠকপ্রিয় হবে। ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু, ইমতিয়াজ সুলতান ইমরান, প্রতিভা প্রকাশ, ঢাকা। প্রচ্ছদ : নিসা মাহ্‌জাবীন, অলঙ্করণ : শেখ সাদী, পৃষ্ঠা : ৬৪, মূল্য : ১৬০/-