শীত ঋতুটা

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনিক মাযহার
মন মাতিয়ে নীল ঘুড়িরা মেলছে ডানা দূরে, আবছা আলোয় হিম কুয়াশা সর্বশরীর জুড়ে। জবুথবু পশুপাখি, নদীনালা গাছও- গুটি মেরে একটি কোণে রয় যে পুঁটি মাছও। সন্ধ্যা হলেই ব্যস্ত লোকের ঘরে ফেরার ঢল, কারো আবার রাত কাটানোর চিন্তা অনর্গল। এমন ভাবেই শীত ঋতুটা প্রতি বছর আসে, কেউ বা আবার দূরে ঠেলে কেউ বা ভালোবাসে।