মা

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

মো. ইউনুছ আলী
দূর আকাশে রাতে দেখি রুটির মতো চাঁদ মা গো তোমায় দেখতে আমার মনে জাগে স্বাদ। চাঁদের বুড়ির গল্প শোনা এই ছেলেটা আজ \হদেখা পেলে ধরেই নিতাম শিশুকালের সাজ! কত্ত আদর দিতে তুমি, গল্প ছিল সরস! স্মৃতির ভাঁজে আজও পাই তোমার স্নেহের পরশ! ঘরের কোণের আমগাছটা দাঁড়িয়ে আছে ঠাঁয় \হকেউ বলে না খাবি কি রে? একটু এদিক আয়! চোখে ভাসে অযুত স্মৃতি, বুকে দুখের সুর মা গো তুমি আমার থেকে আছো অনেক দূর!