প্রিয় মুজিবুর

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

মো. ইউনুছ আলী
কার ঘামে এই লাল পতাকা? কার উসিলায় ভাষা? কার উসিলায় ধন্য হলো কৃষক-শ্রমিক-চাষা? কার সুরে আজ ফিঙে ডাকে? দোয়েল নাচে গাছে? কার ত্যাগে আজ সুখে আছি সবজি-শাক আর মাছে? কার কথা আজ লেখা দেখি ইতিহাসের মাঝে? পদ্য-ছড়া-উপন্যাসে- দেখি নানান সাজে! এই যে মানুষ, এই মানুষটা প্রিয় মুজিবুর যে! তার চেহারা নিত্য দেখি দূর গগনের সূর্যে!