বাংলা কাঁদে

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

বজলুর রশীদ
শীতকথনের গল্পে শুনি করে না সে- হিত, শীত জেঁকেছে হিম কুয়াশায় সবার মুখের গীত! শীত জেঁকেছে ঘরে বাইরে উপায় খুঁজি ভাই রে, ভোর সকালে রবির আশায় পূর্ব দিকে চাইরে। পৌষে-মাঘে শীতবুড়িটা- হিম ঢেলে দেয় গায়, হয়েছে তাই হাড় কাঁপানো আর জাগে হাত, পায়। শীতবুড়িটা পৌষে-মাঘে আসে বা কেন রেষে? বাংলা কাঁদে তার দাপটে এমন পরিবেশে!