শীতের পিঠা

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
লুৎফর রহমান রবি শীত এসেছে ফুল ফুটেছে প্রজাপতি গাইছে গান, নতুন ধানের গন্ধ মেখে জানাচ্ছে তায় আহ্বান। শর্ষে ক্ষেতে ফুলে ফুলে মৌমাছিদের মিছিল যায়, শীতের বুড়ি ভয় দেখিয়ে প্রতু্যষে রোজ ঘুম পাড়ায়। শীতের পিঠা ভীষণ মিঠা যদি সাথে তোয়াগ হয়, বলছি আমি সত্যি করে বিন্দু মাত্র মিথ্যে নয়।