ল্যাংড়া ভূতের ছাও

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মাহফুজুর রহমান সৌরভ ভূত দেখবে ভূত দেখবে খোকা কান্দে ফাও রোজ উঠোনে নৃত্য করে ল্যাংড়া ভূতের ছাও। অনেক দিনের স্বপ্ন খোকার ভূত দেখবে রাত ভূতের সাথে বন্ধু হবে বাড়িয়ে দেবে হাত। ফুটফুটে এক মধ্য রাতে আলো দিচ্ছে চান্দে অমনি খোকা বেরিয়ে গেলো পড়লো ভূতের ফান্দে ভয়ে খোকা চোখ খুলে সে ভূতের দিকে তাকায় চেয়ে দেখে বসা আছে বাঁশঝাড়ের ঐ শাখায়। ভূতেরা সব বলছে বোকা খাবো তোকে আস্ত ভূত কি আর কখনও মানুষ হয় কি দোস্ত ভূতের সাথে যুদ্ধ করে ঢিল মারে এক জোরে কোলবালিশটা ছিটকে পড়ে খাট থেকে যায় পড়ে ভীষণ ভয়ে কাঁপছে খোকা এই বুঝি যায় মরে স্বপ্নটা তার ভেঙ্গে গেল পাখি ডাকা ভোরে।