বর্ণমালার ফুল

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

হামীম রায়হান
কৃষ্ণচূড়ার ডালগুলো যায় লাল ফুলেতে ছেয়ে, বর্ণমালার মিছিল নামে কালো রাজপথ বেয়ে। মিছিল চলে, এগিয়ে চলে, স্স্নোগান ওঠে জোরে, বুড়ো, শিশু, তরুণ, যুবা, মিলায় গলা শোরে। হঠাৎ বুলেট ঝাঁঝরা করে বুকের বিশাল ছাতা, বুকের তাজা রক্তে গজায় বর্ণমালার মাথা। বর্ণমালা গাছ হয়ে যায়, ফুল ফোটালো লাল, ফুলগুলো সব বর্ণমালা, মায়ের হাসি গাল