গাঁয়ের ছেলে

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

হুমায়ুন আবিদ
বিকেল বেলা নদীর তীরে খেলছে কিশোর দল কেউবা আবার সাঁতার কেটে করছে কোলাহল। গাছের ডালে চড়ে কেহ দেখছে পাখির ছানা কেউবা আবার বলছে ডেকে ধরতে তাদের মানা। কারও আবার উড়ছে ঘুড়ি খাচ্ছে বায়ে পাক নাটাই ধরে ছুটছে জোরে ঘুরে নদীর বাঁক। কেউবা হাসছে খিলখিলিয়ে কাটছে খুশির তাল ঘাটে বাঁধা ডিঙি নৌকায় তুলছে রঙিন পাল। গাছের ডালে দুলছে কেহ খাচ্ছে কাঁচা আম কেউবা আবার মুখ রাঙাচ্ছে খেয়ে কালো জাম। বিকেল হলে গাঁয়ের ছেলে গাঁয়ের মাঠে খেলে হৈ হুলেস্নাড়ে নেচে ওঠে স্বপ্ন ডানা মেলে।