ভাষার মাসে

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

হাসান মাসুদ
ভাষার মাসে পাখিরা হাসে হাসে ফুল পাতা, সেই হাসিতে শিশুরা হাসে হাসে বই খাতা। গোলাপ হাসে বকুল হাসে হাসে চাঁদ তারা, সকাল বেলায় সূর্য হাসে হেসে দিশেহারা। হাসতে গেলে বাসতে গেলে কি যেন কি ওঠে! হাসির রেখা মিলিয়ে যায় দুঃখগুলো ফুটে। দুঃখগুলো যায় উড়ে যায় পার হয়ে বন, ভাষার মাসে হাসি-কান্নায় ভরে ওঠে মন।