শিশু-কিশোর উপযোগী নতুন বই

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
অমর একুশে বইমেলা-২০২০ এর এক সপ্তাহ পেরিয়ে গেছে। ইতোমধ্যে অনেক নতুন বই এসেছে। কয়েকটি শিশু-কিশোর উপযোগী নতুন বইয়ের তথ্য - সায়েন্স ফিকশন : জার্নি টু প্যারালাল ওয়ার্ল্ড লেখক : আশরাফ পিন্টু, মূল্য : ২০০ টাকা পাললিক সৌরভ প্রকাশনী স্টল নং : ২০৩ শিশুতোষ গল্পগ্রন্থ : পুতুল পুতুল খেলা লেখক : শারমিন ইসলাম রত্না মূল্য : ৯০ টাকা ছোটদের মেলা, স্টল নং : ৭৭৪ ছড়াগ্রন্থ : ছড়ার বনে বাঘের সনে লেখক : আবুল খায়ের মূল্য : ১৫০ টাকা, : সাহিত্যদেশ প্রকাশনী স্টল নং : ২৩৪-২৩৫ গল্প সংকলন : হাট্টিমাটিম টিমের ১০০ গল্প সম্পাদনা : প্রিন্স আশরাফ প্রকাশনী : রোদ্দুর প্রকাশনী প্রাপ্তিস্থান : ঝিনুক প্রকাশনী, স্টল নং : ১৯৭-২০০ গল্পগ্রন্থ : পাহাড়ি রাজকন্যা ও হলুদ পাখি লেখক : আসাদ জোবায়ের \হচমন প্রকাশনী, স্টল নং : ৭১৯ গল্পগ্রন্থ : লাল সবুজের গল্প লেখক : আরাফাত শাহীন মূল্য : ২০০ টাকা প্রগ্রেসিভ পাবলিশার্স গল্পগ্রন্থ : খুশি হতে হয় সবাইকে নিয়ে লেখক : সত্যজিৎ বিশ্বাস মূল্য : ৭০ টাকা প্রাপ্তিস্থান : বিদ্যানন্দ প্রকাশনী স্টল নং : ৭৭ গল্পগ্রন্থ : ইরম ও নীলপাখির গল্প লেখক : জসীম আল ফাহিম মূল্য : ১৭৫ টাকা, রাবেয়া বুকস গল্পগ্রন্থ : বিজয় নিশান লেখক : ফখরুল হাসান, মূল্য : ১৫০ টাকা কালান্তর প্রকাশনী, স্টল নং : ৭৫৭-৭৫৮ আকাশ পরীর গল্প লেখক : সনজিত দে ঝিলমিল প্রকাশন পরিবেশক : অক্ষরবৃত্ত প্রকাশন করবো মোরা বিশ্বজয়, আব্দুর রাজ্জাক সাহিত্য রস প্রকাশনীর ৬৬৭নং স্টলে। বইটির মূল্য : ১০০ টাকা। \হপোড়াবাড়ি সুফিয়ান আহমদ চৌধুরী দর্পণ প্রকাশনী