বিশ্ব জুড়ে বাংলা

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রাশেদ রেহমান
সেদিন ছিল আটই ফাগুন স্বাধিকারের দ্বীপ্ত আগুন জ্বললো বীরের অন্তরে, শ্রমিক, মজুর, ছাত্র, চাষা, রাখবে বহাল বাংলাভাষা দৃঢ়-কঠিন পণ করে। হিংস্র পশুর বুলেট শাসন দাবায় কেন মায়ের ভাষণ রক্ত-প্রাণের দামে তাই, 'বাংলা' সারাবিশ্ব জুড়ে হচ্ছে স্মরণ মধুর সুরে 'আন্তর্জাতিক' নামে তাই।