একুশ তুমি

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রাসেল খান
একুশ তুমি ত্যাগের ফসল মায়ের মুখের ভাষা একুশ তুমি গর্ব আমার বুকের শত আশা। একুশ তুমি অ, আ, ক, খ বর্ণমালার সারি একুশ তুমি ভাই হারানো বোনের আহাজারি। একুশ তুমি খোকার মুখে আধো বাংলা বুলি একুশ তুমি রক্তে ভেজা রাজপথের অই ধূলি। একুশ তুমি কান্না-হাসি সুখ ও দুখের খেলা একুশ তুমি শহিদ মিনার হাজার ফুলের মেলা।