বই পড়ো

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

স্বপন শর্মা
থাকবে না মনে ভয় ছুটে চলা নদী নয় সাগরের মতো যদি হতে চাও বড়- ভাবনাটা রেখে দিয়ে বই পড়ো বই পড়ো। মুনি ঋষি ছিল যারা তাদের জীবন ধারা তুমি যদি পেতে চাও নিজে আগে গড়ো- মনোযোগী হয়ে তবে বই পড়ো বই পড়ো। জ্ঞানীগুণী মহাজন হতে হলে করো পণ বেঁচে রবে যত দিন বই হাতে ধরো- ঝেড়ে ফেলে সংশয় বই পড়ো বই পড়ো।