আমার ভাষা

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

উৎপলকান্তি বড়ুয়া
নদীর ভাষা কল কল কল ঢেউয়ের কুলু কুলু, দু'চোখ জুড়ে ঘুমের ভাষা নিবিড় ঢুলু ঢুলু। হাসির ভাষা হা হা হি হি গানের ভাষা সুরে, রোদের ভাষা আলোয় রাঙা সারাটাদিন জুড়ে। রূপের ভাষা সুন্দরে আর গুণের ভাষা জ্ঞানে, ঋষির ভাষা একমনে আর একাগ্রতার ধ্যানে। প্রতিবাদের সত্যি ভাষা রাতকে করে জয়, আমার মুখের ভাষাই আমার গর্ব পরিচয়।