বসন্তের ফুল

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ইবরাহীম আদহাম
কৃষ্ণচূড়া পলাশ ফোটে বসন্তকাল এলে পাখপাখালি গান যে করে পেখম দুটো মেলে। সাঁঝের বেলা কাঁঠালচাঁপা ছড়ায় মধুর ঘ্রাণ মিষ্টি মধুর ঘ্রাণে তাহার জুড়িয়ে যায় প্রাণ। লাল শাড়ি গায় শিমুল হাসে মনটা উদাস করে রূপে তাহার মুগ্ধ হয়ে যায় না থাকা ঘরে।