ফুলদের ঝাঁক

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

হামীম রায়হান
কোকিল ধরে গান নতুনের, ফুল হাসে তা শুনে, ঝির ঝির ঝির দখিন হাওয়া বইছে যে ফাগুনে। নীল আকাশের রূপটা দেখে হারায় ঘুড়ির দল, রোদের ছটায় যায় মিলিয়ে ঘাসে শিশির জল। বার্তা নিয়ে আমের মুকুল বসন্ত যে আসে, মৌ মৌ মৌ ফুলের ডাকে মৌমাছিরা হাসে। মাঠ পেরিয়ে বনের মাঝে পড়ে নতুনের ডাক, শীত ঘুম শেষে ফাগুন আসে, জাগে ফুলদের ঝাঁক।