একুশের গান

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুপান্থ মিজান
একুশ মানে মহাকবির কাব্য লেখার ছন্দ, একুশ হলো বর্ণমালার অতল ছোঁয়া গন্ধ। একুশ মানে মুক্ত পাখির স্বাধীন চেতা গান, একুশ হলো রক্তজবা মায়ের বুকের জান। একুশ মানে সদ্য ফোটা গোলাপ ফুলের হাসি, একুশ হলো মায়ের আদর সোহাগ রাশি রাশি। একুশ মানে অথৈ সাগর ভাবতে পারো অল্প? একুশ হলো বাংলাদেশের স্বাধীনতার গল্প।