মাকড়সার জাল

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

য় হাট্টি মা টিম টিম ডেস্ক
জীবজগতের এক আশ্চর্য শৈল্পিকতার নিদর্শন হলো- মাকড়সার জাল! এই জাল তৈরি হয় মাকড়সার মুখের এক ধরনের লালা থেকে। এই লালাতে আঠালোজাতীয় পদার্থ থাকে। এই জালে অন্যান্য কীটপতঙ্গ এসে ধরা দেয় আর মাকড়সা এই কীটপতঙ্গ ভক্ষণ করে। কিন্তু মাকড়সার জালের এক অজানা কাহিনী রয়েছে, এই জালে অন্যান্য কীটপতঙ্গ ধরা পড়লেও মাকড়সা কেন ধরা পড়ে না? এই বিষয়টি সবার অজানা! মাকড়সার বিচিত্র জটিল জালের মধ্যে সব ফিনফিনে সুতোই আঠালো হয় না, ওর মধ্যে কিছু অংশ আঠাহীন নিরাপদ সুতাও রয়েছে। মাকড়সা নিজে যেহেতু জাল বোনে সেহেতু সে তার জালের ভালো অংশগুলোর সঙ্গে পরিচিত থাকে, যাতে সে জালের জটিল অংশগুলো সে এড়িয়ে চলে। জালের মধ্যে যে মজবুত সুতাগুলো আড়াআড়ি থাকে অনেকটা সাইকেলের স্পোকের মতো এবং এই জালগুলোই মূলত আঠা ছাড়া। মাকড়সার পায়ের স্পর্শ অনুভূতি খুব তীক্ষ্ন। সুতরাং এই বৈশিষ্ট্যের কারণে মাকড়সা অনায়াসে বুঝতে পারে কোথায় পা রাখা নিরাপদ।