বর্ণমালা

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শ্যামল বণিক অঞ্জন
শব্দ নিয়ে চলছে খেলা গল্প গানে কাটছে বেলা, ভাসছে কত আশার ভেলা, গাঁথছি শত কথার মালা, সবখানে চাই বর্ণমালা। সব দিয়েছে একুশ মোদের অসীম জায়গা গর্ববোধের, এবার পালা ঋণটা শোধের। করল পূরণ মায়ের আশা বুকে পুষে ভালোবাসা, রাখল ধরে বাংলা ভাষা। তপ্ত হলো সবুজ ফাগুন প্রতিবাদের জ্বলল আগুন, পথটা হলো রক্ত ঢালা, ভাঙল রুদ্ধ ঘরের তালা, মুক্ত হলো বর্ণমালা।