ফাগুন এলো ঘরে

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

আজাদ হোসেন
এলো বাতাস বইছে সুখে কোকিল তুলে সুর, গগন তলে উড়ছে ঘুড়ি ওই যে বহু দূর, গাছের ডালে শিমুল রাঙে রূপ যে তার ঝরে, বসন্তের পরশ নিতে ফাগুন এলো ঘরে। কৃষ্ণচূড়া লাল হয়েছে কোকিল ডেকে বলে, ফুলের বনে চলছে দেখো ভোমর দলে দলে। কোকিল বলে গান শোনাবো এই ফাগুন মাসে, তাই না শুনে গাছের ডালে পলাশ মিটি হাসে। ফাগুন মনে দিচ্ছে দোলা মিষ্টি হাসি মুখে, বৃষ্টি ঝরায় গাছের পাতা পরমো ওই সুখে।