একুশ এলে

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সাগর আহমেদ
একুশ এলে বাংলা মায়ের মনটা কেঁদে ওঠে আসবে খোকা বীরের সাজে পাগল বেশে ছোটে। বায়ান্ন আর একাত্তরে বিজয় এলো ফিরে খোকা খোকা খোঁজে মায়ে শত লোকের ভিড়ে। খোকা ঘরে আসবে বলে বসে ঘরের কোণে মায়ের বুকে আসবে ছুটে স্বপ্ন চোখে বুনে। লাখো শহিদের প্রাণের দামে মুক্ত হলো দেশ বাংলা মায়ের কান্না তবু হয়নি কেন শেষ?