রক্তের বিনিময় ভাষা

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

এনামুল হক আনন্দ
বাংলা ভাষা পেয়েছি মোরা সালাম বরকতের রক্তে, বৃষ্টির মতো চালিয়েছে গুলি দামাল ছেলেদের বক্ষে। বাংলায় লিখি বাংলায় গাই বাংলা ভাষায় বলি কথা, শহিদদের কথা মনে হলে মনে লাগে বড় ব্যথা। বাংলা ভাষায় কথা বলে বাঙ্গালি জাতি সফল, বাংলা ভাষা ছড়িয়ে দিয়ে আমরা বিশ্ব করব দখল।