ফুলের বাহার

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মজনু মিয়া
শিমূল পলাশ কৃষ্ণচূড়া হরেক রকম ফুল, লাল হয়ে যে ফুটে আছে খাচ্ছে হাওয়ায় দোল। ময়না শালিক কুটুম পাখি ফুলে ফুলে যায়, বসে বসে ফুলের জমা মধু টেনে খায়। ভাষার মাসে শহিদ স্মরণ ফুলে ফুলে হয়, ভালোবাসা আদান প্রধান ফুলেই বিনিময়। পূজা কিংবা গানের আসর সাজায় দিয়ে ফুল, বিয়ের বাসর সাজানো হয় রাঙা করে কোল।