এই-যে মাটি

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

আল-আমীন হুসাইন
এই-যে মাটি, পরিপাটি সবুজ ঘাসে ঢাকা, পাহাড়-সাগর বন-বনানী চলছে আঁকাবাঁকা। এই-যে মাটি, শীতল পাটি কাঁচা ভোরে আঁকা, ক্লান্তি দুপুর হৃদয় জুড়ায় স্নিগ্ধ বায়ু মাখা। এই-যে মাটি, সবচেয়ে খাঁটি জীবন নদীর চাকা, উদাস মনে খুঁজি ফিরি শান্তি যেথায় রাখা।