ফাগুন ছড়া

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সামিমা বেগম
ফাগুন আসে আগুন হয়ে পাগলা হাওয়ার সনে ঋতুরাজের ফাগুন আসে উষ্ণ আলিঙ্গনে। পলাশ শিমুল কৃষ্ণচূড়া রক্তরাঙা ফুলে ফাগুন আসে দক্ষিণ হাওয়ায় মনটা সুখে দোলে। কোকিল ডাকে কুহু সুরে পাগল করে মন কলির বুকে অলি নাচে মধুর আলাপন। শজিনাগাছে ফুল ফুটেছে বাবুই নাচে ডালে কুমড়ো লতায় দোয়েল নাচে সুখ-বসন্ত কালে। সত্যি অনেক আশায় ছিলাম আসবে ঋতুরাজ ফাগুন মাসের শোভা দেখে মনটা খুশি আজ।