সাক্ষী শিমুল পলাশ

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

এরশাদ জাহান
শিমুল পলাশ ডালে ডালে ওই ছেয়েছে লালে লালে লালগুলো কী বল তো? বাংলা ভাষার বীর শহিদের সালাম শফিক ও অহিদের তাজা রক্তের ঢল তো। ফাগুন মাসের আগুন দিনে বাংলা ভাষা আনতে কিনে নেমেছিল রাজপথে, পাকসেনারা চালায় গুলি মুছে দিতে মায়ের বুলি মিছিল চলার মাঝপথে! সালাম শফিক লুটিয়ে পড়ে বুকের তাজা রক্ত ঝরে পথ হয়ে যায় লাল তো! শিমুল পলাশ গাছে গাছে ফুলগুলো তার হয়ে আছে সাক্ষী চিরকাল তো।