মাতৃভাষা

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শাহজাহান মোহাম্মদ
মায়ের পেটে জন্ম আমার মায়ের ভাষা নিয়ে মাতৃভাষা মধু মাখা কত রসদ দিয়ে। গান গেয়ে যায় দোয়েল কোকিল সেই ভাষাটির সুরে সরষে ফুলের মধু যে নেয় মৌমাছিরা ঘুরে। রাখালিয়া বাঁশির সুরে ভোমরা নাচে ফুলে বনের মধ্যে জুঁই চামেলি হাওয়ায় উঠে দোলে। তাই আমরা ধন্য যে হই মাকে ভালোবেসে গর্বে মোদের বুক ভরে যায় জন্মে যে এই দেশে।