একুশ

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

এম হাবিবুর রহমান
একুশ হলো মায়ের কাছে রক্তমাখা কাফন, আগুনঝরা ফাগুন দিনে বুকের মানিক দাফন। ফেব্রম্নয়ারির একুশ মানে ফুলেল শহিদ মিনার, ভাই হারানো ব্যথায় কাতর সকল হৃদয় কিনার। তাইতো আমি একুশ এলে স্মরণ করি তাদের, আমার প্রিয় মাতৃভাষায় রক্তমাখা যাদের। একুশ আমায় যায় শিখিয়ে বীরের মতো চলতে, বুক ফুলিয়ে সব খানেতে মাতৃভাষা বলতে।