সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
৫৬ কোটি বছর আগের ফসিল য় হাট্টি মা টিম টিম ডেস্ক \হ পৃথিবীর প্রাচীনতম প্রাণীর ফসিল শনাক্ত করতে সমর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। ডিকিনসোনিয়া নামের এই জেলি ফিশ গোত্রের প্রাণী প্রায় ৫৫ কোটি ৮০ লাখ বছর আগে প্রাচীন মহাসমুদ্রে বসবাস করত। বিজ্ঞানীরা জানান, এই প্রাণীটির আকৃতি ছিল অনেকটা গাছের পাতার মতো চ্যাপ্টা। তবে আধুনিক জেলিফিশের মতোই স্বচ্ছ ছিল এর দৈহিক গড়ন। বিজ্ঞানীরা জানান, অনেকদিন ধরেই তারা ডিকেনসোনিয়ার ফসিল নিয়ে গবেষণা করেছেন। প্রাচীন শিলায় পাওয়া জীবটির ফসিল আশ্চর্য রকম আবিষ্কৃত অবস্থায় ছিল। ফলে তারা ফসিলটির দেহে কোলেস্টেরলের উপস্থিতিও শনাক্ত করতে সমর্থ হন। এই উপাদানটির উপস্থিতি নিশ্চিত করেছে যে আসলে ডিকিনসোনিয়া কোনো প্রাচীন উদ্ভিদ নয় বরং জীব ছিল। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দেশটির একটি বিজ্ঞান সাময়িকীতে লেখা এক গবেষণা প্রতিবেদনে এসব কথা জানান। ইডিকারান বায়োটা নামক গোত্রীয় প্রাণী এই ডিকিনসোনিয়া। তবে এতদিন প্রাণীটির শ্রেণি এবং ফসিলের বয়স নির্ধারণে কঠোর পরিশ্রম করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, প্রাচীনকালে এই গোত্রীয় প্রাণীর মাধ্যমেই মহাসমুদ্রে প্রথম বহুকোষী জীবের আগমন হয়। বিবিসি