৭ই মার্চ

প্রকাশ | ০৭ মার্চ ২০২০, ০০:০০

আব্দুস সালাম
৭০-এর নির্বাচনে জয় পেয়েছি যদি পাকশাসকে তবু যে হায় ছাড়েনিকো গদি। টালবাহানা শাসক দলের নানান ষড়যন্ত্র তাদের কাছে নয়তো বড় দেশ ও শাসনতন্ত্র। দাঁতভাঙা তার জবাব ছিল ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার ডাক শুনে যে কাঁপলো পাকির আসন। সাহস যোগায় বঙ্গবন্ধু জনতা উদ্বুদ্ধ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে হয় যে শুরু যুদ্ধ। বীরবাঙালি নয়তো ভীরু দেয়নি কভু ছাড় অবশেষে হার মেনেছে পায়নি শাসক পার। লক্ষ প্রাণের বিনিময়ে মুক্ত হলো দেশ সার্বভৌম স্বাধীন দেশে সুখেই আছি বেশ।