৭ই মার্চ

প্রকাশ | ০৭ মার্চ ২০২০, ০০:০০

আবু সাইদ
পাঞ্জাবি কোট পরা তর্জনী উচ্চে, গর্জন যেন তার স্বাধীনতা খুঁজছে। সম্মুখে লাখো লাখো বলীয়ান ভক্ত, তার ডাকে দিতে রাজি তাজা প্রাণ রক্ত। শোষিতের বুকে খরা, স্বাধীনতা তৃষ্ণা, তার বাণী সুধারস বহমান কৃষ্ণা। উৎসুক জনতার তিনি যেন সূর্য, তার ডাকে বীরগণ হাতে নেয় তূর্য! ভাষণের উত্তাপে তেজিয়ান সকলে- পশ্চিমা ঝড় নিবে কব্জায় দখলে। মানুষের ঢল দেখে শঙ্কিত পাকেরা- বন্দুক ঠেসে বসে হানাদার কাকেরা। ভীত নয় মহাবীর হুংকারে হাঁকছে, সামনের চোখগুলো স্বাধীনতা আঁকছে। 'মুক্তির সংগ্রাম' বললেন অন্তে, স্বাধীনতা এলো শেষে খুন মাখা পন্থে।