বসন্তকাল

প্রকাশ | ০৭ মার্চ ২০২০, ০০:০০

আনীসুল মুরসালীন
বসন্তকাল আসলে পরে কৃষ্ণচূড়ার শাখে- মিষ্টি সুরে কোকিলপাখি কুহু কুহু ডাকে। দৃষ্টি কাড়ে পাপড়ি মেলা রাঙা ফুলের হাসি, মাঠে মাঠে লেপ্টে থাকে সবুজ রাশি রাশি। উদোম হওয়া প্রকৃতি পায় আবরণের ছোঁয়া, একটুখানি বৃষ্টি হলেই লাগে ধোয়া ধোয়া। শিমুলগাছে লাল ফুলেরা পাপড়ি মেলে থাকে, খোকাখুকি পেন্সিলে এই দৃশ্যগুলো আঁকে।