চাঁদ মামা

প্রকাশ | ০৭ মার্চ ২০২০, ০০:০০

প্রজীৎ ঘোষ
চাঁদ মামা উঁকি দেয় ফাগুনের আকাশে; তেঁতুলের মতো কেন হয়ে যায় বাঁকা সে? সূর্যের তাপ নেয় নেয় কিছু ফুলকি; পৃথিবীর বুকে তার আসা ছিল ভুল কি? ধীরে ধীরে চাঁদ মামা কেন হয় বৃত্ত? একটু ভাবনা করে বল ভাই চিত্ত! চাঁদ মামা গোল হয় সময়ের কারণে; রাগ হলে তুই যেমন থামিস না বারণে। চিত্তের কথা শুনে মনে জাগে নৃত্য; চাঁদ মামা গোল হলে মনে হয় বৃত্ত।