সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৭ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশি জামচাঁদা প্রজাপতি য় হাট্টি মা টিম টিম ডেস্ক জামচাঁদা প্রজাপতির ইংরেজি নাম ডানায়িড এগফ্লাই (উধহধরফ ঊমমভষু),পুরুষ ও স্ত্রী প্রজাপতি দেখতে সম্পূর্ণ আলাদা। পুরুষটি কালো, কিন্তু তার ওপর নীলের হালকা আভা চোখ ঝলসে ওঠে। সামনে ও পেছনের ডানার মাঝ-আঁচলে একটি করে বেশ বড় সাদা টিপ, সাদার সীমানা বেশ কাঁটাকাঁটা ও স্পষ্ট। সামনের ডানার শীর্ষে আরও একটা করে সাদা ছোট ছোপ। স্ত্রী প্রজাপতিটি দেখতে হুবহু পেস্নন টাইগারের মতো, বিশেষ করে উপরের দিকে যে উড়ন্ত অবস্থায় দেখলে চটের স্বরূপ বোঝা যায় না। নিচের পিঠ ওপর-পিঠের মতোই, তবে অপেক্ষাকৃত হালকা রঙের। স্ত্রী ও পুরুষ জামচাঁদা প্রজাপতির চেহারায় যেমন কোনো মিল নেই, তেমনি এদের স্বভাবেও রয়েছে অনেক পার্থক্য। স্ত্রী প্রজাপতিটি আড়ালে-আবডালে থাকে, ছদ্মবেশের কল্যাণে এর বেশকিছু সুরক্ষাও জোটে। সাধারণত ডিম পাড়ার উপযোগী গাছের কাছাকাছিই এটি আনাগোনা করে। মাঝেমধ্যে পাতার আড়ালেও এটি বসে থাকে। অন্যদিকে পুরুষ প্রজাপতিটির রোদ খুব প্রিয়। কখনো সরাসরি মাটির ওপরেই সাধারণত মাটি থেকে ২-৬ ফুট উঁচুতে কোনো ঝোপের ওপর বসে থাকে। ডানা সোজা করে অথবা সামান্য উঁচিয়ে বসে থাকে এরা। কাছাকাছি অন্য কোনো প্রজাপতিকে দেখলেই তাড়া করে ধেয়ে যায়। একই জায়গাতে ঘণ্টার পর ঘণ্টাও বসে কাটিয়ে দিতে পারে এরা। সাদা ঝিন্টি, বিভিন্ন প্রজাতির জবা আর নাইন-ও-ক্লক নামে পরিচিত গোলাপি রঙের পর্টুলেকা ফুল এ প্রজাপতির শূককীটের প্রিয় খাদ্য। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মিয়ানমারে জামচাঁদা প্রজাপতি দেখতে পাওয়া যায়।