সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৭ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রহস্যময় এক নগরী মাচু পিচু য় হাট্টি মা টিম টিম ডেস্ক মাচু পিচু দুর্গনগরী মেঘাচ্ছন্ন পাহাড়ের মধ্যে অবস্থিত ছিল বলে তা একসময় হারিয়ে যায় মানুষের মন থেকে। সুবিস্তৃত ইনকা সাম্রাজ্য কয়েকজন ইনকা সম্রাটের অধীন ছিল। তারা হলেন টুপাক, ওয়াইনা কাপাক ও পাচাকুটেক। আবিষ্কৃত প্রাচীন মাচু পিচু নগরী যা বর্তমানে পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত তা মূলত পাচাকুটেক সম্রাটের দুর্গ ও শীতকালীন নগরী ছিল বলে অনুমান করা হয়। আন্দিজ হিমালয়, আল্পস ও রকির মতো দক্ষিণ আমেরিকার পর্বতমালা। ইনকা সভ্যতা সম্পর্কে এখন পর্যন্ত যা কিছু জানা গেছে তার সবটুকুই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ওপর ভিত্তি করে অনুমান করা। তাই মাচু পিচু নগরী এখনো এক রহস্যময় নগরী। ইনকাদের কোনো লিখিত দলিল পাওয়া যায়নি। তারা তাদের ধনসম্পদের হিসাব রাখত মূলত এক সারি দড়িতে গিঁঠ পাকিয়ে। এই এক সারি দড়ির প্রান্তগুলো আবার একটা দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। এগুলোকে কিপু বলা হতো। এভাবে গণনা করার জন্য দড়ির বিভিন্ন গিঁঠের বিভিন্ন অর্থ ছিল বলে মনে করা হতো, যার অর্থ ইনকা জাতির সঙ্গেই হারিয়ে গেছে। এক গিঁঠ থেকে অন্য গিঁঠের দূরত্ব ও দড়ির রং ভিন্ন অর্থবোধক ছিল বলে অনুমান করা হয়।