বঙ্গবন্ধুর ভাষণ

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

ফয়েজ হাবীব
জুলুম শোষণ অত্যাচারে দেশ পরিবেশ বৈরী আজ তোমাদের যা-ই আছে তা নিয়ে হও তৈরি। গ্রামে গ্রামে-মহলস্নাতে দুর্গ গড়ে তোলো এ দেশ থেকে আর দেব না হোক পরিমাণ চুলও। রক্ত যখন দিয়েই দিছি রক্ত দেব আরও প্রাণের প্রিয় স্বদেশটাকে করতে স্বাধীন বাড়ো। এবারের সংগ্রাম মুক্তি পেতে স্বাধীন করার লাগি পাকবাহিনী রুখতে এবার চলো সবাই জাগি।