একটি কণ্ঠ

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

মহিউদ্দিন বিন্‌ জুবায়েদ
একটি কণ্ঠে গর্জে ওঠে যেন নদীর ঢেউ, একটি কণ্ঠেই পালাবদল জানতো না তো কেউ। দমকা বাতাস কণ্ঠে ওড়ে একটি বিশাল ঝড়, ভাষণ শুনে আমজনতা ছাড়ছে তাদের ঘর। আঙ্গুল তুলে ডাক দিয়ে যায় ফুটে মুখের বোল, স্বাধীনতার জন্য সবাই করে হুলুস্থূল। সেই যে কণ্ঠ চেনে সবাই মুজিব নামটি যার, স্বপ্ন তাদের একটি দেশের স্বপ্ন পতাকার।