জ্বালানির নতুন উৎস কেরোসিন ফল

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

য় হাট্টি মা টিম টিম ডেস্ক
বর্তমান জ্বালানি সঙ্কটের যুগে আমরা জ্বালানির নতুন নতুন উৎস খুঁজে বের করার চেষ্টা করছি। সোচ্চার হচ্ছি বৃক্ষ নিধনের বিপক্ষে এবং গাছ লাগাচ্ছি পরিবেশ রক্ষার জন্য। এ অবস্থায় তোমরা যদি জানো যে কোনো গাছের ফল কেরোসিন কুপির মতো জ্বলে তাহলে খুব অবাক হওয়ার কথা। এমন এক ধরনের গাছই কিন্তু রয়েছে ফিলিপিন্স দ্বীপপুঞ্জে। এসব গাছের শক্ত ফল কেরোসিন কুপির কাজ করতে পারে। এ রকম একেকটা ফল পনেরো মিনিট ধরে জ্বলতে পারে। একেকটা গাছে বছরে ১০০ থেকে ১৪০ ঝুড়ি ফল হয়। এরা দেখতে বড় বাদামের মতো। যে কোনো মাটিতে এই গাছ জন্মায়। আড়াই একর জমিতে আড়াইশ থেকে তিনশটি গাছ লাগানো যায়। এতে ফল ধরে গাছ লাগানোর পাঁচ বছর পরে। অদ্ভুত এই গাছটার নাম হলো- বাগিলুম্বান। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, এটি চরঃঃড়ঢ়ড়ৎধপবব পরিবারের সদস্য।