বড় আকৃতির ফুল রাফলেশিয়া

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

য় হাট্টি মা টিম টিম ডেস্ক
ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতিপ্রেমীরা শুধু মুগ্ধই হন না, মাঝেমধ্যে বিস্মিতও হন। বিস্ময়কর এমনই একটি ফুলের নাম জধভভষবংরধ ধৎহড়ষফরর. এটি জধভভষবংরধপবধব পরিবারভুক্ত একটি ফুল। গবেষকদের তথ্যানুযায়ী, পৃথিবীতে বড় আকৃতির ফুলের মধ্যে এই বর্গের ফুলই সবচেয়ে বড়। সাধারণত এই ফুল বেশি দেখা যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের যে বনগুলোতে সবসময় ঝরঝর করে বৃষ্টি পড়ে সেখানে। আজ থেকে প্রায় সাড়ে চার কোটি বছর আগে এই ফুলটি ফুটতে শুরু করে। একেকটি ফুলের ওজন এগারো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং চওড়া হয় প্রায় এক মিটার। মূল, কান্ড ও পাতাবিহীন রাফলেশিয়া মূলত পরজীবী। এটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল। রাফলেশিয়ার পাতা না থাকায় এটি নিজে খাদ্য তৈরি করতে পারে না। ফুলটি সবাইকে মুগ্ধ করলেও এর গন্ধ কিন্তু মোটেও কাউকে আকৃষ্ট করে না। সবচেয়ে বাজে গন্ধ ছড়ায় ফুলটি। পচা মাংসের মতো দুর্গন্ধের কারণে ফুলটির আরেক নাম দেয়া হয়েছে মৃতদেহ ফুল। এটি পাওয়া যায় মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং থাইল্যান্ডে।