পতঙ্গভুক উদ্ভিদ সূর্যশিশির

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

য় হাট্টি মা টিম টিম ডেস্ক
সূর্যশিশির পতঙ্গভুক উদ্ভিদ। এ জাতীয় উদ্ভিদের শিকারের পদ্ধতিকে সক্রিয় ফ্লইপেপার ট্রাপ বলে। এদের একটি প্রজাতির নাম উৎড়ংবৎধ পধঢ়বহংরং. এ পদ্ধতিতে উদ্ভিদগুলো নিজেদের শরীরের চিটচিটে আঠালো এক ধরনের পদার্থের সাহায্যে পোকামাকড়কে ফাঁদে ফেলে। ড্রোসেরার সরু উপাঙ্গের মতো পাতায় ডগায় এক ধরনের আঠালো লালাগ্রন্থি শিশিরবিন্দুর মতো জমে থাকে। এর আশপাশে কোনো পোকামাকড় এলে এর পাতাগুলো সেই দিকে খুব দ্রম্নত প্রসারিত হয় এবং পোকাগুলোকে লালাগ্রন্থির সঙ্গে আটকে ফেলে। একবার পোকাগুলোকে ফাঁদে আটকে ফেলতে পারলে খুব সহজেই খাবারে পরিণত করে। এ উদ্ভিদের আদি বাস দক্ষিণ আফ্রিকায়। এর প্রায় ২০০টি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে।