পড়ে মনে

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ০০:০০

পৃথ্বীশ চক্রবর্ত্তী
একাত্তরের ২৫শে মার্চ কৃষ্ণ-কালো রাতে পাক হায়েনা হামলা চালায় অস্ত্র নিয়ে হাতে। ছুড়ল বুকে বুলেট-গুলি আগুন ঘরে-বা'রে মাত্র একটি রাতেই সেদিন লক্ষ্য মানুষ মারে। ২৬শে মার্চ যুদ্ধে যাবার যেই দেয়া হয় ডাক শত্রম্ন সাথে যুদ্ধ করতে বন্দুকে দিই তাক। একাত্তরের ২৬শে মার্চ পাক হায়েনার সনে যুদ্ধ শুরু হয়েছিল তাইতো পড়ে মনে।